State Times Bangladesh

হঠাৎ শিলাবৃষ্টিতে নাটোরে ব্যাপক ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ৯ এপ্রিল ২০২১

আপডেট: ২২:৪৯, ৯ এপ্রিল ২০২১

হঠাৎ শিলাবৃষ্টিতে নাটোরে ব্যাপক ক্ষতির শঙ্কা

নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বিকেলের পর হওয়া এই শিলাবৃষ্টিতে উঠতি ফসলসহ আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে দমকা হাওয়ার সঙ্গে হালকা বজ্রপাত শুরু হয়। পরে প্রায় ২০ মিনিট মাঝারি আকারের শিলাবৃষ্টি হয়। এতে বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া, ভবানীপুর, হারোয়াসহ বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়। একই সঙ্গে লালপুরের ওয়ালিয়া, দয়ারামপুরসহ আশপাশের এলাকায় শিলাবৃষ্টি নানা ধরনের ফসলের ক্ষতি হয়।

স্থানীয় কয়েকজন আম চাষি বলছিলেন, শিলাবৃষ্টিতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ আম পড়ে গেছে। অবশিষ্ট আম বড় করে বিক্রি করতে পারলে হয়তো খরচটা উঠে যাবে। 

বড়াইগ্রাম কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে জানানো হবে।

সম্পর্কিত বিষয়: