প্রজাপতির প্রিয় শিকোরি গাছের পাতা, ফলে হয় মাছ অচেতন
ছবিতে সাদা বর্ণের যে ফলটি দেখা যাচ্ছে, সেটির নাম শিকোরি (Flueggea virosa)। ইংরেজি নাম Chinese Waterberry, Snowberry, Common Bushweed। এটি এদ ধরনের গুল্মজাতের পত্রমোচি গাছ। স্ত্রী ও পুরুষ গাছ হয় আলাদা। ফলটি পাখিদের খুব প্রিয়। এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষ ফলটি খেয়ে থাকে। মজার ব্যাপার হলো শিকোরি গাছের বাকল দিয়ে মাছ অচেতন করা যায়।
শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১, ১৯:১৬