State Times Bangladesh

জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ২৯ এপ্রিল ২০২১

জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ২ বাংলাদেশি

জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ পাচ্ছেন দুই বাংলাদেশি।জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকার জন্য বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করা হয়।

তারা হলেন- বাংলাদেশির মধ্যে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রথম সভাপতি মতিউর রহমান এবং বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মো. আবু সাঈদ।

তাদের মধ্যে মতিউর রহমানকে বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় ও আবু সায়েদকে বাংলাদেশের ওয়ার সিমেট্রিতে থাকা জাপানিদের সমাধি রক্ষণাবেক্ষণে অবদান রাখায় এই সম্মাননা দেওয়া হচ্ছে।

দেশটির দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য 'দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোজেট' পাবেন ব্যবসায়ী মতিউর রহমান।

আর কুমিল্লা ও চট্টগ্রামে থাকা বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের কবরগুলো দেখভাল করায় 'দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস' সম্মাননা পাচ্ছেন মো. আবু সাঈদ। 

সম্পর্কিত বিষয়: